• +44 7552 675976
  • info@lpkft.org
  • United Kingdom

Activities

You might have a good idea of what your Lalpur Probashi Kallyan Foundation Trust will be doing. You might have no idea at all. Either way, it is worth spending time considering the variety of activities that you could get up to.

– Looking after trust members and their family.

-support any major medical ground

– Support for VISA or any documents purpose.

– Support our Members in case of their Departed and Accident

Members Health Care Fund: Our funding supports the brightest minds in the medical

humanities, with the aim of improving human health. We offer our members a wide variety of funding schemes; including Cancer, Brain Tumour and any disabilities also support several major initiatives which could affect club members and their families.

For society we will focus-

 Disability support

 Widow support

 Support for Education

Project One: Opportunities for the disabled people (Disability Foundation).

Project Two: Education for non-literacy and Scholarship fund for Merits

Project Three: Widow Support (Age limit and personal circumstances would be considered).

Projects Four: We will award our Local Leaders if they do positive contribution for our Society.

Or any extraordinary work (Year of the Star Award).

Bangla :

লালপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্ট  মূলত  বিদেশে  বসবাসরত  লালপুরের কৃতি সন্তানদের নিয়ে গঠিত  একটি প্রতিষ্ঠান. বিদেশে  বসবাস করে লালপুরের যেকোনো প্রবাসীদের জন্য  এই ট্রাস্ট  উন্মুক্ত.

ট্রাস্টের লক্ষ্য হ’ল-

 অলাভজনক এবং  শতভাগ অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, জ্ঞান ভাগাভাগি এবং স্থানীয় সম্প্রদায়ের  মাঝে প্রত্যেক সদস্যের প্রতি আস্থা জাগ্রত  করা .এবং  প্রবাসীদের মাঝে  সুসম্পর্ক তৈরি করা.

লালপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ট্রাস্ট কী করবে সে  সম্পর্কে কিছু ধারনা তুলে ধরা হলো.

প্রবাসীদের কল্যাণ!!

 ট্রাস্ট এর মূল লক্ষ্য প্রবাসীদের উন্নয়ন এবং সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে  যাবে.

 প্রবাসীদের গুরুতর অসুস্থ হলে  চিকিৎসা সাপোর্ট,

,

 কোন প্রবাসী মারা গেলে লাশ দেশে আনা  ও তার পরিবারের পাশে দাঁড়ানো.

.

 প্রবাসীদের ছেলেমেয়েদের গুরুতর  অসুস্থতা অথবা শিক্ষার প্রয়োজনে পাশে দাঁড়ানো .

 এই ট্রাস্ট প্রবাসীদের পাশাপাশি,  আমরা  যাতে লালপুরে উন্নয়নের অংশীদার হতে পারি  সেই  লক্ষ্যে কাজ করে যাবে.

প্রথম প্রকল্প: প্রতিবন্ধীদের জন্য সুযোগ (প্রতিবন্ধী ফাউন্ডেশন)।

প্রকল্প দ্বিতীয়: অ-সাক্ষরতার জন্য শিক্ষা এবং মেধাবীদের জন্য বৃত্তি তহবিল

প্রকল্প তিন: বিধবা সহায়তা (বয়সসীমা এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করা হবে)।

প্রকল্প চার: আমাদের স্থানীয়  ব্যক্তিদের  মধ্যে যদি কেউ আমাদের সমাজের জন্য ইতিবাচক অবদান রাখেন,  আমরা তাদের  জন্য   সম্মাননা পুরষ্কার প্রদান  করা হবে (বর্ষসেরা তারকা পুরষ্কার).

সাংস্কৃতিক ক্রিয়াকলাপ কেন্দ্র:  প্রবাসী কল্যাণ  ফাউন্ডেশন ট্রাস্ট, আমাদের  ঐতিহ্য ফুটবল ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাবে,  যেকোনো সাংস্কৃতিক এবং চর্চার বিকাশে অবদান রাখার চেষ্টা করবে